

তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। অন্যচিত্র উন্নয়ন সংস্থা আপনার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সচেতনতা বৃদ্ধি ও ত্রাণ সামগ্রী বিতরণ করে মানুষের পাশে দাড়িয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশেষ “Wear Your Mask Campaign” এর আয়োজনে অন্যচিত্র আপনাদের সাথে নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে। আগামীকাল সকাল ১১.০০ টায় সানকিপাড়া বাজারে ক্যাম্পেইন পরিচালনা করবে। আপনাদের সবাইকে উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাণবন্ত ক্যাম্পেইন সফল করার জন্য আহবান রইল।
In its continuation, we are all working from our own position to survive the Corona virus infection. Onnochitra development organization has stood by the people by raising awareness and distributing relief materials in your direct and indirect cooperation. Mymensingh district administration is going to participate in the special “Wear Your Mask Campaign” organized by you. The campaign will be conducted at Sankipara Bazar tomorrow at 11.00 am. We call on all of you to maintain a social distance from the present and make the lively campaign a success.
ধন্যবাদ অন্যচিত্র উন্নয়ন সংস্থ্যা