Discussion on the importance of ‘ecosystem restoration’ tree planting and tree planting in a joint venture between Onnochitra and ALRD

On the occasion of World Environment Day, a discussion on the importance of ‘Ecological Restoration’ tree planting and tree planting campaign will be held on Friday, June 4, 2021 at 4:00 pm at Entity Residential Model School, Gouripur School premises.

The event will be presided over by Rebecca Sultana, Honorary Executive Director of Onnochitra Unnoyan Sangshta, Gauripur Municipal Mayor Syed Rafiqul Islam will be the chief guest and Gauripur Upazila Executive Officer Hasan Maruf will be the special guest. The event will be implemented by the Association for Land Rights and Development (ALRD) Dhaka in collaboration with Onnochitra Unnoyan Sangshta, Mymensingh.

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অন্যচিত্র উন্নয়ন সংস্থা ও এসোসিয়েশন ফর ল্যান্ড রাইটস এন্ড ডেভেলপমেন্ট এর যৌথ উদ্যোগে ‘বাস্তুতন্ত্র পুনরুদ্ধার’ বৃক্ষরোপনের গুরুত্ব বিষয়ক আলোচনা ও বৃক্ষরোপন অভিযান ৪ জুন ২০২১ রোজ শুক্রবার বিকাল ৪ঃ০০ টায় এনটিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, গৌরীপুর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি অন্যচিত্র উন্নয়ন সংস্থ্যার অনারারি নিবার্হী পরিচালক রেবেকা সুলতানার সভাপতিত্বে গৌরীপুরের পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম প্রধান অতিথি ও গৌরীপুর উপজেলা নিবার্হী অফিসার হাসান মারুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি এসোসিয়েশন ফর ল্যান্ড রাইটস এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ঢাকার সহযোগিতায় অন্যচিত্র উন্নয়ন সংস্থা, ময়মনসিংহ বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করবে। সংবাদ বিজ্ঞপ্তি##

 

Leave a Comment

Your email address will not be published.