Ataul Karim Khokon is the Honorary Chairman of Onnochitra Bangladesh

Ataul Karim Khokon, six-time elected general secretary of Mymensingh Press Club, president of Mymensingh Journalists Union and editor of Mymensingh Kagaz Patrika, took over as honorary chairman of Onnochitra Development Organization, one of the non-governmental voluntary organizations in Mymensingh.

He took charge at the general meeting of the executive committee held on October 10 at Gulkibari office of Mymensingh. According to the organizational decision, he will serve during the tenure of the present committee. Rebecca Sultana, Honorary Executive Director of the organization, Imon Sarkar, Joint General Secretary,, Member of the Executive Committee, Sumon Chandra Sarkar Kamal Sarkar Biplob. ABM Borhan Uddin, Rubaiyat Akhter Pinki, Nur Jahan Urmi, Md. Mashiur Rahman, Md. Rafiqul Islam, Sara Jahan Mimi and others were present.

The post became vacant when the honorary chairman of the organization, Professor Kazi MA Monaim, died on April 24. Advocate Swapan Kumar Mistry, vice-president of the organization, has been acting chairman for so long.

Ataul Karim Khokon visited Kuwait in 2010 as a traveling companion of Hon’ble Prime Minister Sheikh Hasina with the signature of a shining star in the country’s journalism. He was born on 30 January 1961 in a noble Muslim family at 8 / B Baghmara Road in Mymensingh municipality. Receive many awards and honors in recognition of contributions in various fields. In 2016, he received the Mymensingh Press Club Medal for his contribution to journalism.

It is to be noted that the organization has taken various steps to ensure human resource and social development of the country under the slogan of social enterprise in the belief of change. The organization works for the welfare of the people through the implementation of projects like providing legal aid to the poor, public awareness campaigns, organizing skill training, job creation etc. The organization wants to change all the inconsistencies of the conventional social system and introduce an ideal social system That is, he wants to change the conventional image and establish a different image. Onnochitra development agency has been working in the public interest since 2015.

ময়মনসিংহের অন্যতম বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের ছয়বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ময়মনসিংহ কাগজ পত্রিকার সম্পাদক আতাউল করিম খোকন।

অন্যচিত্র উন্নয়ন সংস্থা ময়মনসিংহের গুলকিবাড়ি কার্যালয়ে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত কার্যকরী কমিটির সাধারণ সভায় দায়িত্বভার গ্রহণ করেন। সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক তিনি বর্তমান কমিটির মেয়াদকালীন সময়ে দায়িত্ব পালন করবেন। এসময় প্রতিষ্ঠানটির অনারারি নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন সরকার, কার্যকরী কমিটির সদস্য সুমন চন্দ্র সরকার, কমল সরকার বিপ্লব. এবিএম বোরহান উদ্দিন, রুবাইয়াত আক্তার পিংকি, নূর জাহান উর্মি, মোঃ মশিউর রহমান, মোঃ রফিকুল ইসলাম, সারা জাহান মিমি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাকালীন অনারারি চেয়ারম্যান প্রফেসর কাজী এম এ মোনায়েম গত ২৪ এপ্রিল মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। এতদিন প্রতিষ্ঠানটির সহ-সভাপতি এ্যাডভোকেট স্বপন কুমার মিস্ত্রি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আতাউল করিম খোকন দেশের সাংবাদিকতায় এক উজ্জল নক্ষত্রের স্বাক্ষর রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে ২০১০ সালে কুয়েত সফর করেছেন। তিনি ১৯৬১ সালের ৩০ জানুয়ারি ময়মনসিংহের পৌর এলাকার ৭৭/বি বাঘমারা রোডের এক সম্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ অনেক পুরস্কার ও সম্মাননা পান। ২০১৮ সালে সাংবাদিকতায় অবদানের জন্য ময়মনসিংহ প্রেসক্লাব পদক পান।

উল্লেখ্য প্রতিষ্ঠানটি পরিবর্তনের প্রত্যয়ে সামাজিক উদ্যোগ শ্লোগানে দেশের মানব সম্পদ ও সমাজ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করে থাকে৷ দরিদ্রদের আইনগত সহায়তা প্রদান, জনসচেতনতামূলক প্রচারণা, দক্ষতামূলক প্রশিক্ষণের আয়োজন, কর্মসংস্থান সৃজন ইত্যাদি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। সংস্থাটি প্রচলিত সমাজ ব্যবস্থার সকল অসংগতি পরিবর্তন করে একটি আদর্শ সমাজ ব্যবস্থা প্রবর্তন করতে চায়৷ অর্থাৎ প্রচলিত চিত্র পাল্টে একটি ভিন্ন চিত্র স্থাপন করতে চায়। অন্যচিত্র উন্নয়ন সংস্থা ২০১৫ সাল থেকে জনস্বার্থে কাজ করে যাচ্ছে|প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published.